- সারাদেশ
- কলমাকান্দায় ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু
কলমাকান্দায় ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়া আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সে পৌরসভার খাসপাড়া এলাকার মো. হানিফার মেয়ে।
জানা গেছে, দুই দিন আগে সানজিদাকে নিয়ে তার মা জহুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে বুধবার সকালে মারা যায় শিশুটি। ডায়রিয়া আক্রান্ত আরও আট শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
সানজিদার মা জহুরা আক্তার জানান, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বর আসে। একটু পর শুরু হয় পাতলা পায়খানা। পরদিন স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত মঙ্গলবার রাতে জরুরি বিভাগের চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় তাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
মন্তব্য করুন