- সারাদেশ
- ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার হাত ভাঙার ঘটনায় ওসি ক্লোজড
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার হাত ভাঙার ঘটনায় ওসি ক্লোজড

ওসি কামাল হোসেন। ছবি: সমকাল
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার হাত ভেঙে দেওয়ার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে ক্লোজড করা হয়েছে। তাকে থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এর আগে, গত বুধবার আহত জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক সদর থানার ওসি কামাল হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. লতিফ, এসআই খোকা চন্দ্র রায়, হাফিজ ও এএসআই মোতালেবের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ মামলা গ্রহণ করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একই সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতিত যুবলীগ নেতার শারীরিক ও চিকিৎসা প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান পুলককে অন্যায়ভাবে থানায় নেওয়া হয়। সেখানে হাতকড়া পরিয়ে এবং চোখে কাপড় বেঁধে মারধর করে হাত ভেঙে দেওয়া হয় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
মামলা তদন্তের নির্দেশ দেওয়ায় সন্তুষ্ট আইনজীবী ও বাদী আসাদুজ্জামান পুলক। ভুক্তভোগী আসাদুজ্জামান পুলক বলেন, আশা করি, ন্যায় বিচার পাব।
পুলকের আইনজীবী আব্দুর রহিম জানান, জেলা পুলিশ সুপারকে বিভাগীয় মামলা রুজু করার আদেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে যুবলীগ নেতা রকিকে আটক করে পুলিশ। খবর পেয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক ঘটনাস্থলে যান এবং রকিকে আটকের বিষয়টি জানতে চান। তখন পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে পুলিশ পুলককে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওসিকে ক্লোজড করা হয়েছে। ওই ঘটনার তদন্ত চলছে।
মন্তব্য করুন