- সারাদেশ
- গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

প্রতীকী ছবি
নওগাঁর আত্রাইয়ে লাবনী রাণী (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিহত লাবনীর বাবা চঞ্চল দাস বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গৃহবধূ লাবনী নাটোর সদর উপজেলার চঞ্চল দাসের মেয়ে।
লাবনীর মা বেবি রাণী দাস বলেন, চার বছর আগে পাঁচুপুর তেলিপাড়া গ্রামের অসীম দাসের ছেলে অমৃত দাস ওরফে অপুর (২৬) সঙ্গে লাবনীর বিয়ে হয়। প্রায়ই যৌতুকের দাবিতে অপু মেয়েকে মারধর করতো। ৫ দিন আগে আবারও টাকার জন্য মেয়েকে মারধর করা হয়। বুধবার ভোরে মোবাইল ফোনে কল করে পাঁচুপুরে যেতে বলা হয়। কিন্তু গিয়ে দেখি মেয়ে আর জীবিত নেই।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, লাবনীকে হত্যার অভিযোগ মামলা হয়েছে। অভিযান চালিয়ে নিহত লাবনীর স্বামী অমৃত দাস অপু ও শাশুড়ি স্বরশ্বতি দাসকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন