মুন্সীগঞ্জে দাখিল পরীক্ষায় অংশ নিতে এসে কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহামুদুল হাসান (১৮) নামে এক ছাত্র। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মাহামুদুল পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্র ছিল এবং সে টঙ্গিবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সে হৃদরোগে ভুগছিল।

মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. আবু জাফর ও সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, অন্যদিনের মতো মাহমুদুল সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে। খানিক পর অন্য শিক্ষার্থীরা জানায়, সে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। অচেতন অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সে আগেই মারা গেছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন, ছেলেটি জন্মগত হৃদরোগী। ভারতের দেবী শেঠীর কাছেও চিকিৎসা নিয়েছে। তিনিও চলাফেরায় সতর্ক হতে পরামর্শ দিয়েছিলেন। পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তায় হৃদরোগে মারা যায় সে।

বিষয়টির সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান সমকালকে জানিয়েছেন, উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তীব্র গরমে ৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।