বৃহস্পতিবার উখিয়া সদরের থানা রোডে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ এবং রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও  ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।