- সারাদেশ
- সাংবাদিকতার শিক্ষকদের নিয়ে ফ্যাক্ট-চেকিং কর্মশালা
সাংবাদিকতার শিক্ষকদের নিয়ে ফ্যাক্ট-চেকিং কর্মশালা

সরকারি-বেসরকারি ২৩টি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২৫ শিক্ষককে নিয়ে দুই দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর এক হোটেলে এ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে ‘সাংবাদিকতায় ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে মুক্ত আলোচনা হয়।
এতে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, চারপাশের নেতিবাচক খবর বেশি প্রচারে গণমাধ্যম যেন উদ্বেগ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। এই প্রবণতা কমিয়ে আনতে ভূমিকা রাখতে পারে ফ্যাক্ট-চেকিং। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ফ্যাক্ট-চেকিংয়ে প্রশিক্ষিত হলে গুজব ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে ভূমিকা রাখতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ইন্টার নিউজের সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (সিসিডি বাংলাদেশ)। কর্মসূচিতে ইন্টার নিউজের কান্ট্রি ডিরেক্টর শামীম আরা শিউলী, প্রকল্প পরিচালক শরিফুল ইসলাম, সিসিডি বাংলাদেশের পরিচালক জি এম মুরতুজা, প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন