ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। 

আরিচা বিআইডব্লিউটিএর কর্মকর্তা এসএম সাজ্জাদুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে এ দুই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে আবারও লঞ্চ চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের এজিএম আব্দুস ছালাম জানান, এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বৈরী আবহাওয়া দেখা দিলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।