- সারাদেশ
- যুবাদের উড়িয়ে সিরিজ পাকিস্তানের
যুবাদের উড়িয়ে সিরিজ পাকিস্তানের

রাজশাহীতে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল চতুর্থ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। ছবি: বিসিবি
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ যুবারা। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শনিবার চতুর্থ ম্যাচে ৮ উইকেটে হেরে এক ম্যাচ থাকতে সিরিজ হেরেছে টাইগার যুবারা।
এদিন ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার আদিল বিন সিদ্দিক (৪) ও মাজহারুল ইসলাম (৯) ব্যর্থ হয়ে ফিরে যান। তিনে নামা জিশান আলম (১৩) রান করে আউট হন। এরপর চারে না আরিফুল ইসলাম ও আহরার আমিন জুটি গড়ে দলকে ভরসা দেন।
আরিফুল খেলেন ৯৫ বলে ৫০ রানের ইনিংস। আহরার আমিন ২৭ রানের ইনিংস খেলেন। পরে মিডল অর্ডারের আরও দুই ব্যাটার সেট হয়ে সাজঘরে ফিরে যান। মাহফুজ রাব্বি ৫৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। শেখ পারভিন ৩২ বলে খেলেন ৩০ রানের ইনিংস।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৬.৪ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায়। ২৬ রান অতিরিক্ত পাওয়ায় পাকিস্তান যুবাদের দুইশ’ রানের লক্ষ্য দিতে পারে স্বাগতিগ তরুণ ক্রিকেটাররা।
জবাব দিতে নেমে শাহজিব খানের সেঞ্চুরিতে ৩৭তম ওভারেই আট উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান যুবারা। ওপেনার শাহজিব ১০৫ বলের মুখোমুখি হয়ে খেলেন ১০৫ রানের হার না মানা ইনিংস। তার ব্যাট থেকে ১৪টি চার ও তিনটি ছক্কা আসে। অন্য ওপেনার আজান আওয়াইস ৯১ বলে ৫২ রান করেন।
মন্তব্য করুন