- সারাদেশ
- চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ৭
চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ৭

এ ঘটনায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, আইয়ুব আলী, নাজমুল, মো. সাদ্দাম, উসমান গনি ও আব্দুর সোবহান। তাঁদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা গ্রামে সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন বাড়ির লোকজন তাদের আটক করলে এলাকাবাসী জড়ো হয়। পরে চোর সন্দেহে রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে তারা। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আহত ইয়াছিনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পৌর কমিশনার বিল্লাল হোসেন বলেন, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরের মরদেহ দেখতে পাই। নিহত কিশোরের পরিবারের লোকজনদের দাবি, তাকে বিনা দোষে পিটিয়ে মারা হয়েছে।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন