- সারাদেশ
- বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ফাইল ছবি
বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিলুপ্ত কমিটির আহ্বায়ক রইছ আহমেদ মান্নাকে রোববার রাত ১টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আজ রাতে মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জাহিদ ভূঁইয়া ও মনা আহমেদকে রোববার রাত ৮টার দিকে কুপিয়ে জখম করা হয়। তারা শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানিয়েছেন, নৌকার কর্মী হওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহত মনা বাদী হযে ছাত্রলীগ নেতা মান্নাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
উল্লেখ্য, বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী ছাত্রলীগ নেতা মান্না। আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। মনোনয়ন বঞ্চিত মেয়র সাদিকসহ তার অনুসারীরা খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কার্যক্রমে এখনও পর্যন্ত অংশ নেননি।
মন্তব্য করুন