- সারাদেশ
- কলাপাড়ায় ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু
কলাপাড়ায় ঝড়ে গাছ পড়ে বৃদ্ধার মৃত্যু

ঝড়ে ঘরের চালে পড়েছে গাছ। ছবি: সমকাল
পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ে গাছ উপড়ে পড়ে জয়নব বিধি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঝড়ে কলাপাড়া ও গলাচিপা উপজেলায় শতাধিক কাচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে ওই হয়। ।
নিহত জয়নবের বাড়ি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে।
স্থানীয়রা জানান ঝড়ে কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরে বসবাসকারী আব্দুস সত্তার মোল্লা, মো. নেছার উদ্দিন ফকির, আব্দুস সোবহান মোল্লা ও শহীদ মোল্লার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়া বেশি কিছু কাচা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদসহ অর্ধশত ঘরবাড়ির ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে শতাধিক গাছ। উপজেলার পানপট্টি ইউনিয়নের সতিরাম, বিবির হাওলা, সদর ইউনিয়নের চরখালী, আমখোলা ইউনিয়নে ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঝড়ে কলাপাড়ায় বেশকিছু কাচা বাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত পাঠানোর জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।
মন্তব্য করুন