- সারাদেশ
- লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত
লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইকের ধাক্কায় শিল্পী খানম (৫০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের মানিকগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিল্পী খানম লাহুড়িয়ার তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিনের স্ত্রী।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বামী কাজী মহিউদ্দিনের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন শিল্পী খানম। মানিকগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল চাকা স্লিপ করে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক শিল্পী খানমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শিল্পী খানমের অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় যাওয়ার পথে তার মৃত্যু হয়।
শিল্পী খানমের স্বামী কাজী মহিউদ্দিন বলেন, মাটিবাহী লরির ফেলে যাওয়া মাটিতে মোটরসাইকেল স্লিপ করে। ঠিক ওই সময় একটি ইজিবাইক আমার স্ত্রীর মাথায় আঘাত করে। আজ ওই রাস্তায় চারটা দুর্ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন