রাজশাহীর কাটাখালী পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তাঁদের অভিযোগ, রাজশাহী সিটি নির্বাচন নিয়ে সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঙ্গে পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতারা বৈঠক করেন। কিন্তু আসাদের সঙ্গে রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দীনের বিরোধ রয়েছে। এই ক্ষোভে এমপি আয়েনের নির্দেশে নয়টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের বিলুপ্ত কমিটির সভাপতি ইসমাইল হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি সাদেক আলী, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মানিক, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এনামুল হক প্রমুখ। লিখিত বক্তব্যে ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মানিক বলেন, যে প্রক্রিয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে, তা অগঠনতান্ত্রিক। নোটিশ ছাড়াই কোনো কমিটিকে এভাবে বিলুপ্ত করা যায় না।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাটাখালী পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সামা বলেন, ‘তাঁদের কমিটি মেয়াদোত্তীর্ণ। কেউ কোনো সভা-সমাবেশে আসেন না। তাই কমিটি বিলুপ্ত করা হয়েছে। গঠনতন্ত্র মেনে পবা উপজেলা আওয়ামী লীগকে জানিয়েই ভেঙে দেওয়া হয়েছে কমিটি।’

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, কয়েকদিন আগে কাটাখালী পৌর নেতাদের সঙ্গে সিটি নির্বাচন নিয়ে বৈঠক করেছিলাম। এ কারণেই নাকি তাঁদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমি ঢাকায় আছি। প্রকৃত কারণ জানি না।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি আয়েন উদ্দীন বলেন, বিষয়টি আমার জানা নেই। অগঠনতান্ত্রিক উপায়ে কমিটি বিলুপ্ত করা হলে উপজেলা আওয়ামী লীগকে তাঁরা জানাতে পারেন। এখানে আমার কিছু করণীয় নেই।