জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত মোবাশ্বের আহাম্মেদ ওরফে মোবিনকে (১৯) গ্রেপ্তার করা হয়।

এর আগে, সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গ্রেপ্তার মোবাশ্বের আহাম্মেদ আক্কেলপুর উপজেলার পূর্ণগোপীনাথ গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমিক মোবাশ্বের ভুক্তভোগী ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে মোবাশ্বরকে আটক করে পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সমকালকে বলেন, মাদ্রাসাছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের কথা মোবাশ্বের আহাম্মেদ পুলিশের কাছে স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।