
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধুর প্রাণ গেছে। সাতক্ষীরায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ১২ শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া নেত্রকোনার দুর্গাপুরে দু’জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ, চট্টগ্রাম নগরী, রাজবাড়ী ও মুন্সীগঞ্জ সদর এবং ময়মনসিংহের ভালুকায় একজন করে নিহত হয়েছেন।
ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। নিহতরা হলেন– মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)। ঝড়ে সড়কের পাশে গাছের ডাল ভেঙে পড়ে ছিল। তিনজন কামারখালী থেকে বাগাট আসার পথে গাছে বাড়ি খেয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় মাগুরামুখী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়।
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু হোসেনের ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নাগর গ্রামের ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)। আহত শ্রমিক তাপস কুমার দাশ জানান, তাঁরা ২৪ জন শ্রমিক সাতক্ষীরা থেকে ধান কাটার জন্য শরীয়তপুর গিয়েছিলেন। পরে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
মুন্সীগঞ্জ-মাকহাটী সড়কের ঘাশিপুকুরপাড় এলাকায় গতকাল দুপুরে সড়কের গর্তে মিশুক উল্টে চালক মো. ইব্রাহিম নিহত হয়েছেন। তিনি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুরের বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের বিনোদপুরে ভাড়া বাসায় থাকতেন। গতকাল সকালে ব্যাটারিচালিত মিশুক নিয়ে বাসা থেকে বের হন মো. ইব্রাহিম। ফেরার পথে ঘাশিপুকুরপাড় এলাকার সেতু থেকে নামার সময় সড়কের গর্তে উল্টে যায় মিশুকটি। এ সময় মিশুকে থাকা গোখাদ্যের বস্তায় চাপা পড়ে মারা যান চালক।
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিপন সরদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের মতিয়াগাছি গ্রামের জলিল সরদারের ছেলে। গত সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান রিপন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বালুয়া বাজার-বিশুবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল বিশুবাড়ী কাজীপাড়া গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার ২ নম্বর গেট এলাকায় গতকাল বাসচাপায় কামাল উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ পতেঙ্গার মাইজপাড়ার নূর আলমের ছেলে। পতেঙ্গা থানার লালাদিয়ারচর এলাকায় কনটেইনার টার্মিনালে ইনকন্ট্রাড হিসেবে কর্মরত ছিলেন তিনি। বন্দর এলাকার ২ নম্বর গেটের সামনে বেপরোয়া বাস তাঁকে চাপা দেয়।
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্গাপুরের কৃষ্ণেরচর এলাকায় গত সোমবার সন্ধ্যায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষের দু’জন নিহত হয়েছেন। তাঁরা হলেন– দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী আছিয়া খাতুন (৫০) ও অমর আলীর ছেলে অটোচালক সাদেক মিয়া (৫০)।
ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোচাপায় আলাউদ্দিন (৫৮) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা]
মন্তব্য করুন