- সারাদেশ
- বিদ্যুতায়িত হয়ে ইমারত শ্রমিকের মৃত্যু
বিদ্যুতায়িত হয়ে ইমারত শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রুবেল হোসেন (৩২) নামের এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল হোসেন গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের জেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, নিত্যানন্দনপুর গ্রামের পন্ডিল মণ্ডলের ছেলে ন্যাড়া মণ্ডলের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতায়িত হন রুবেল। এতে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, রুবেল হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন