- সারাদেশ
- দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৫৩টি দোকান পুড়ে ছাই
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৫৩টি দোকান পুড়ে ছাই

মঙ্গলবার গভীর রাতে দীঘিনালার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মার্কেটে আগুন লাগে
খাগড়াছড়ির দীঘিনালায় মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ৫৩ ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মার্কেটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় ছোট-বড় ৫৩ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও আসবাবপত্র। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ব্যবসায়ী সৈয়দ আলম কুসুম জানান, রাত ১টার দিকে এক সহকর্মী ফোনে আগুন লাগার খবর দেন। আগুনের তীব্রতায় দোকানের কোনো মালপত্র সরাতে পারিনি, পুড়ে ছাই হয়ে গেছে। পুরো মার্কেটের কোনো ব্যবসায়ী মালপত্র বের করতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম জানান, গভীর রাতে আগুন লাগায় দোকানের মালপত্র বাঁচানো যায়নি। ব্যবসায়ীরা সহায়-সম্বল হারিয়ে এখন নিঃস্ব। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে তালিকা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন