- সারাদেশ
- রোড মার্চসহ ৫ দিনের কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ
রোড মার্চসহ ৫ দিনের কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ

ছবি: সমকাল
রোড মার্চসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার সকালে তোপখানা রোডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকার পরিবর্তনসহ ১৪ দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে– ২৩ মে ঢাকা দক্ষিণ ও ২৮ মে ঢাকা উত্তরে পদযাত্রা এবং ৪ থেকে ৬ জুন রাজধানী থেকে দিনাজপুর অভিমুখে রোড মার্চ।
রাজধানীর নয়াপল্টনে গত ১৩ মে সমাবেশ থেকে সারাদেশের মহানগর ও জেলায় বিএনপি চার দিনের জনসমাবেশ দেওয়ার পর গতকাল তাদের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ এ কর্মসূচি দিল।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘ঢাকা দক্ষিণের পদযাত্রা সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শেষ হবে। আর উত্তরের পদযাত্রা একই সময়ে মালিবাগ থেকে বাড্ডায় গিয়ে শেষ হবে।’
এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার নয়, বর্তমান এমপিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলেছেন। এটি জনগণকে বিভ্রান্ত করার জাল। বাকি যেসব কথা তিনি বলেছেন, তা খুব বেশি আমলে নিচ্ছি না।’
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন