দেশের মাটিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে টি২০ ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অথচ গত বছর এই দলটিই পাকিস্তান থেকে সিরিজ জিতে এসেছিল। সেই দলের কাছে নিজেদের মাটিতে তিন সংস্করণে হেরে যাওয়া দুশ্চিন্তার কারণ।

যদিও বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলছেন, পাঁচ-ছয়জন নতুন ক্রিকেটার নিয়ে খেলায় ফল খারাপ হয়েছে। চট্টগ্রামে চার দিনের ম্যাচ বাজেভাবে হেরে যায় স্বাগতিকরা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হয় একমাত্র টি২০ ম্যাচ। যে ম্যাচ ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

 টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। ৭২ রানের ওপেনিং জুটিতে ছিল দুই রকমের চিত্র। জিশান আলম ২০০ স্ট্রাইকরেটে ৫২ রান করেন ২৬ বলে। ৫টি চার ও ৪টি ছয় দিয়ে সাজান ইনিংসটি। সেখানে আরেক ওপেনার মাঈনুল ইসলাম ৩৩ বলে করেন ২১ রান। ৬৩.৬৩ স্ট্রাইকরেট ছিল তাঁর। আহরার আমিন ১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন। মিডলঅর্ডারে আরিফুল ইসলাম ২৫ বলে করেন ৩০ রান।

জবাবে ডটবল কম খেলায় সফরকারীরা ম্যাচ জিতে যায়। ওপেনার শামাইল হোসাইন ৬৭, মিডলঅর্ডার ব্যাটার আরাফাত মিনহাজ ৪১ রান করায় পাঁচ বল হাতে রেখে ১৬০ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। স্বাগতিক পেসার ইকবাল হোসেন ইমন ২৩ রান দিয়ে তিনটি আর রাহানাত বর্ষণ দুটি উইকেট নেন।