- সারাদেশ
- কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. নাজমুল হক। ছবি: সমকাল
কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় জেলা যুবদলের সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. নাজমুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলা শহরের কাঁঠালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে নাজমুলের বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি জেলা যুবদলের নেতা হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা যুবদলের সভাপতি রায়হান কবির এ বিষয়ে বলেন, গ্রেপ্তার নাজমুল জেলা যুবদলের গত কমিটির নেতা। বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তার যুবদলের নেতা নাজমুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন