- সারাদেশ
- ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম
ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বায়েজিদ মোল্যাকে (৩৮) রাতের আঁধারে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা গ্রামে বায়েজিদ মোল্যার বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ বাগুডাঙ্গা গ্রামের মো. বাদশা মোল্যার ছেলে।
বায়েজিদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিপক্ষ তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। এরই জেরে বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত চার-পাঁচজন তাকে কুপিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উপজেলার নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম চৌধুরী এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন