- সারাদেশ
- বাংলা একাডেমির নজরুল পুরস্কার পেলেন শিল্পী শাহীন সামাদ
বাংলা একাডেমির নজরুল পুরস্কার পেলেন শিল্পী শাহীন সামাদ

শিল্পী শাহীন সামাদ। ফাইল ছবি
নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শাহীন সামাদকে নজরুল পুরস্কার ২০২৩-এ ভূষিত করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে। প্রথম পুরস্কারটি পেয়েছিলেন লেখক-অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আগামী বুধবার সকাল ১১টায় একক বক্তৃতা, নজরুল পুরস্কার-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদের হাতে পুরস্কার হিসেবে অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র, স্মারক তুলে দেওয়া হবে। নজরুল পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
শিল্পী শাহীন সামাদ ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন। তিনি ৩৬টি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলু ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা’। এ সময় তিনি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দেন। তারা বিভিন্ন রিফিউজি ক্যাম্প এবং মুক্তাঞ্চলে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে গান শোনাতেন। তার কণ্ঠে জনপ্রিয় হওয়া নজরুল সংগীতের মধ্যে রয়েছে ‘এ আঁখিজল মোছ প্রিয়া’, ‘প্রিয় এমনও রাত যেন’, ‘ভুলে যেও, ভুলে যেও’।
নজরুল সংগীতে অবদানের জন্য এ শিল্পীকে বাংলাদেশ সরকার ২০১৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করেন। এছাড়াও তিনি জাতীয় অনেক পুরষ্কার পেয়েছেন।
মন্তব্য করুন