- সারাদেশ
- আত্মসমর্পণ করছেন তিন শতাধিক চরমপন্থি
আত্মসমর্পণ করছেন তিন শতাধিক চরমপন্থি

উল্লাপাড়ার হাঁটিকুমরুলে র্যাব অফিসে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
স্বাভাবিক জীবনে ফিরতে তিন শতাধিক চরমপন্থি রোববার সিরাজগঞ্জ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ অফিসে অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন। উল্লাপাড়ার হাঁটিকুমরুলে অবস্থিত র্যাব অফিস চত্বরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব অফিসের কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণে আগ্রহীদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন, জনযুদ্ধ সংগঠনের আটজন এবং সর্বহারা পার্টির ২১ জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আবুল হাশেম সবুজ বলেন, চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র্যাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রোববার সিরাজগঞ্জ র্যাব অফিসে ৩২৩ জন চরমপন্থি অস্ত্রসহ স্বাভাবিক জীবনে ফেরার জন্য আত্মসমর্পণ করবেন। তাদের বাড়ি টাঙ্গাইল, রাজবাড়ি, কুষ্টিয়া, বগুড়া ও সিরাজগঞ্জে।
তিনি বলেন, র্যাবের পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যেই টাঙ্গাইলে কয়েকটি হস্তশিল্প কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে। এর আগে স্বাভাবিক জীবনে ফেরাদের পরিবারের লোকজনকে সেখানে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। এসব কারখানার হস্তশিল্প বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। এখন যারা আত্মসমর্পণ করবেন তাদের পরিবারকেও সরকারি সহায়তায় কর্মসংস্থানের সুযোগ দিয়ে পূনর্বাসনের ব্যবস্থা নেবে র্যাব।
মন্তব্য করুন