নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন (৫৪), লেংগুরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ মিলন মিয়া (৪০), রংছাতি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিন (৫৫), উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সোহানুর রহমান সোহান (২৩) ও কর্মী মো. ইউনুছ মিয়া (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) জুনেব খান বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা দায়েরের রাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিস্ফোরক মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গত ১৭ মে সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নামে রাজধানীর শাহবাগ থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলায় মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌঁছালে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়। এসময় দুজনকে আটক করা হয়।