- সারাদেশ
- চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত যুবক
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত যুবক

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে মো. রুহুল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের পার্শ্বে ৬৪নং রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন উপজেলার দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, শুক্রবার রুহুল আমিন লাইনের উপর বসে ছিলেন। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন