- সারাদেশ
- কুমিল্লায় আ. লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লায় আ. লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিহত এনামুল হক। ছবি-সংগৃহীত
কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে মো. এনামুল হক (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখার চর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ শেষে এনামুল বের হলে একই এলাকার কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও আবু সাঈদসহ আরও কয়েকজন এনামুলের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তার গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এনামুলের সঙ্গে স্থানীয় জামায়াত নেতা কাজী জহির ও তার পরিবারের সঙ্গে রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। ওই মাদ্রাসার সেক্রেটারি ছিলেন এনামুল। কাজী জহিরের পরিবার দীর্ঘ দিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করে আসছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই জন্য এনামুলকে দায়ী করে কাজী জহির। এ নিয়ে সে এনামুলের ওপর ক্ষুব্ধ হয়ে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে কাজী জহিরের উপস্থিতিতে তার ভাই আমানুলসহ তাদের কয়েকজন সহযোগী এনামুলের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তবে এ ঘটনায় কাজী জহিরের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এর আগেই হত্যায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন