- সারাদেশ
- চসিক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে মামলা
ভাসমান দোকানিকে মারধর
চসিক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে মামলা

দোকানিকে মারধর করেন কাউন্সিলর জহুরুল আলম জসিম। ভিডিও থেকে নেওয়া ছবি
চাঁদা না পেয়ে মারধরের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিতর্কিত কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে মামলা করেছেন ভাসমান দোকানি অপু প্রধান।
বৃহস্পতিবার রাতে নগরের আকবরশাহ থানায় তিনি এ মামলা করেন। মামলায় আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর এ খবর নিশ্চিত করেছেন।
কাউন্সিলর জসিম উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে পাহাড় কাটাসহ নানা অভিযোগ রয়েছে। গত ২৬ জানুয়ারি পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে জসিমের উপস্থিতিতে ঢিল ছোড়েন তাঁর অনুসারীরা। এবার ভাসমান ক্রোকারিজ ব্যবসায়ী অপু প্রধানকে মারধর করে আলোচনায় আসেন তিনি।
এজাহারে বলা হয়, বুধবার বিকালে নগরীর পূর্ব ফিরোজশাহ এলাকায় বেচাবিক্রি করার সময় আসামি জসিম এসে ‘তুই নাকি লটারি দিয়েছিস’ বলে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, লাথি ও কিলঘুসি মারতে থাকেন। গালাগাল করেন। তিনি বলতে থাকেন, ‘কার পারমিশন নিয়ে আমার এলাকায় ব্যবসা করতেছোস। চাঁদা ব্যতীত ব্যবসা করা যাবে না। সব ব্যবসায়ী আমাকে মাসোহারা দেয়, তুইও দিবি।’
অপুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
মন্তব্য করুন