শনিবার থেকে বঙ্গোপসাগরে ও সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে এই নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই এবং সুন্দরবনে ৩১ আগস্ট পর্যন্ত। 

শুক্রবার মৎস্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সুন্দরবনের নদী ও খালে মাছের প্রজনন স্বাভাবিক রাখতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটকবাহী নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে তিন মাস সুন্দরবনে পর্যটকদের আগমন ও ভ্রমণের কোনো সুযোগ থাকবে বলে না জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে সুন্দরবনে মাছ আহরণ বন্ধ থাকবে। এছাড়া মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করতে পারবেন না জেলেরা। একই সঙ্গে সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে সুন্দরবনে প্রবেশের জন্য জেলে ও দর্শনার্থীদের কোনো পাশ-পারমিট দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সুন্দরবনে প্রবেশ করলে আইনের আওতায় আনা হবে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ লক্ষে দেশের সমুদ্র সীমায় নিয়মিত অভিযান চালানো হবে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবেন, তাদের আইনের আওতায় আনা হবে।