নীলফামারীর ডোমার উপজেলায় যৌতুক না পেয়ে কবিতা রানী শর্মা (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার গৃহবধূর স্বামী সুবাস চন্দ্র শীলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত সুবাস চন্দ্র শীল ডোমার সদর ইউনিয়নের চিলাই নাপিতপাড়ার মৃত অভিনয় চন্দ্র শীলের ছেলে। কবিতা রানী শর্মা পঞ্চগড়ের বোদা উপজেলায় ফুলতলা গ্রামের মৃত বিরেন শর্মার মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ২০০২ সালে সুবাস চন্দ্র শীলের সঙ্গে কবিতা রানী শর্মার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের দাবিতে কবিতাকে মারধর করতেন স্বামী সুবাস চন্দ্র শীল। বৃহস্পতিবার যৌতুকের টাকার দাবিতে আবারও গৃহবধূকে মারধর করেন তার স্বামী। পরে অচেতন অবস্থায় তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই সনাতন শর্মার বলেন, ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে আমার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ডোমার থানায় মামলা করা হয়েছে। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত সুবাস চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়েছে।