- সারাদেশ
- আশ্রয়ণ প্রকল্পে পাওয়া বাস্তব গল্প নিয়ে নাটক
আশ্রয়ণ প্রকল্পে পাওয়া বাস্তব গল্প নিয়ে নাটক

নাটক-সিনেমা যেন বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। প্রতিনিয়ত আশপাশে যেসব চরিত্র ঘুরে বেড়ায়, হাসে, কাঁদে সংগ্রাম করে বাঁচে- সেটাই নির্মাতারা তুলে আনেন পর্দায়। তেমনই এক ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘স্বপ্নের ঠিকানা’।
এই নাটকের গল্পে দেখা যাবে ফরিদপুরের সালথা উপজেলার গিয়াস নামের একজন সাধারণ মানুষের জীবন সংগ্রাম। গ্রামের সবাই তাকে চেনেন নিজের ঠিকানা করতে না পারা এক মানুষ হিসেবে।
যে গিয়াসের মাথা গোঁজার কোন ঠাঁই নেই। রাত হলে এলাকার কোনো টং দোকানের সামনে বা প্রতিবেশীর বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে। ফলে ভালোবাসার মানুষ ময়নাকে তার পাওয়া অনিশ্চিত হয়ে যায়। এমন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে গিয়াস খুঁজে পায় তার স্বপ্নের ঠিকানা। এমন বাস্তব ঘটনা নিয়েই নির্মিত নাটকটি।
নাটকটির গল্প লিখেছেন কবি শাহিন সপ্তম। যিনি ফরিদপুরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত। এটি পরিচালনা করেছেন সেলিম রেজা সেন্টু। নাটকটিতে গিয়াস চরিত্রে অভিনয় করেছেন তারিক স্বপন, ময়না চরিত্রে অভিনয় করেছেন ডেবোরা সিলভী কুইয়া।
অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন লোমানুর রহমান জুয়েল, আব্দুল মোমিন, জয় দাস এবং শাহিন সপ্তমসহ অনকেই।
মন্তব্য করুন