- সারাদেশ
- বঙ্গবন্ধুর সমাধিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়ে এই শ্রদ্ধা জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শাহাদৎবরণকারী বঙ্গবন্ধু ও তার সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় বিআইডব্লিউটিএ’র পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন, সামসুন নাহার এবং প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, বিআইডব্লিউটিএ সিবিএ সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাস প্রমুখ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দেন।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
মন্তব্য করুন