- সারাদেশ
- বহিষ্কৃত পুলিশ কর্মকর্তার নেতৃত্বে অপহরণ সিন্ডিকেট!
কক্সবাজারে গ্রেপ্তার ৩
বহিষ্কৃত পুলিশ কর্মকর্তার নেতৃত্বে অপহরণ সিন্ডিকেট!

প্রতীকী ছবি।
কক্সবাজারে পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে চলা ভয়ংকর এক অপহরণ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে র্যাব। পরে অভিযান চালিয়ে চক্রের হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার এবং এক নারীসহ পাঁচ অপহৃতকে উদ্ধার করেছে র্যাব।
গতকাল শুক্রবার কক্সবাজার র্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র্যাবের একটি দল কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলো– পুলিশের বহিষ্কৃত এসআই এসএম ইকবাল পারভেজ, কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার ইউনুসের ছেলে এমটি মুন্না এবং একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ইউসুফ। পারভেজ চাঁদপুরের হাজীগঞ্জের মাইতুল সরকারবাড়ী এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৬ মে কক্সবাজার বেড়াতে এসে নিখোঁজ হন ঢাকার উত্তরার বাসিন্দা শাহজাহান কবির ও মঞ্জুর আলম। পরে একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাঁদের পরিবারের সদস্যদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আংশিক মুক্তিপণ পরিশোধ করা হলেও তাঁদের মুক্তি মেলেনি।
এর আগে এক দম্পতিকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকা না পেয়ে স্বামীর হাত-মুখ বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে চক্রের সদস্যরা। স্বামীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। স্বজনরা বিকাশে দুই লাখের বেশি টাকা মুক্তিপণ দিলেও তাঁদের ছাড়া হয়নি। মুক্তিপণ না দিলে অপহৃতদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে স্বজনরা বিষয়টি র্যাবকে জানালে কাজ শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার শহরের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় এই সিন্ডিকেটের দুটি সুরক্ষিত ও গোপন আস্তানার সন্ধান পায় র্যাব। পরে রাতভর অভিযান পালিয়ে প্রথমে কলাতলী থেকে অপহরণ চক্রের দুই সদস্যকে এবং পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চক্রের হোতা ইকবালকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, কক্সবাজারকেন্দ্রিক অপহরণ চক্রের মূলোৎপাটনে র্যাব ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন