কুষ্টিয়ার কুমারখালীতে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকেলে উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. তানজিল শেখ (২০)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মো. মনিরুল শেখের ওরফে মনের ছেলে ও পান্টি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্র তানজিলসহ কয়েকজন বন্ধু কোচিং শেষে বিকেল সোয়া ৪টার দিকে পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গল্প করছিলেন। এ সময় অপর বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাদের সঙ্গে গল্প শুরু করেন। একপর্যায়ে তানজিলের সঙ্গে ইমনের তর্কবিতর্ক হয়। এরই মধ্যে ইমন তার পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে কয়েকটা আঘাত করে। এতে তিনি আহত হলে অন্যান্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের বোন লামিয়া বলেন, তার ভাই কোচিং শেষে পান্টি স্কুল মাঠে পৌঁছালে ইমন ছুরিকাঘাত করে। কিন্তু কী কারণে ছুরিকাঘাত করা হয় তা তিনি জানেন না।

এদিকে ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত ইমন ও তার পরিবারের সদস্যরা।

থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তবে কী কারণে এমন ঘটনা তা তিনি জানতে পারেননি।

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।