- সারাদেশ
- সড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ
সড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নিমতলা নামক এলকার তালুকদার পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসাড়া হাইয়ে থানার ওসি মো. জাকির হোসেন সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
ওসি জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় আছে। তার পরিচয় ও কীভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন