মৌলভীবাজারের কমলগঞ্জে লাইনচ্যুত হওয়া উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি উদ্ধারকাজের জন্য প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার দেব সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার পর আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে ভানুগাছ স্টেশনে আটকে পড়া আন্তঃনগর কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। তখন থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরে কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেন চালনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এরপরই ফের ট্রেন চলাচল চালু করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গতকাল শনিবার ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় চারটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়।

পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন রেললাইন থেকে সরিয়ে নেয়। এতে প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছিল।