- সারাদেশ
- নন্দীগ্রামে স্কুলমাঠে পশুরহাট, দুর্ভোগে শিক্ষার্থীরা
নেপথ্যে আ’লীগ নেতা
নন্দীগ্রামে স্কুলমাঠে পশুরহাট, দুর্ভোগে শিক্ষার্থীরা

বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও বারান্দায় পশুরহাট বসানো হচ্ছে প্রতি শুক্রবার। হাট বসানোয় স্কুলমাঠে গরু-ছাগলের মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকছে। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
জানা গেছে, ১ কোটি ৯১ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজকে হাট পরিচালনার দায়িত্ব দিয়েছেন। প্রভাবশালী রাজের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে স্কুলমাঠে হাট বসানোয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, রণবাঘা হাটটি পশুরহাট হিসেবে সর্বাধিক পরিচিত। বিশেষ করে এখানে কোরবানির পশু বেচাকেনা হয়ে থাকে। হাটটি আগে বসত রণবাঘা বন্দর এলাকায়। কিন্তু গত কয়েক বছর থেকে পশুরহাটটি অবৈধভাবে স্কুলমাঠে বসানো হচ্ছে। প্রতি শুক্রবার এই হাট বসে। গত শুক্রবার স্কুলের বারান্দায়ও গরু-ছাগল রাখা হয়।
স্কুলে গিয়ে দেখা যায়, গরু-ছাগলের মলমূত্রে একাকার হয়ে আছে মাঠ ও বারান্দা। পরে তা পরিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। এরপরও দুর্গন্ধ যায়নি। এতে কোমলমতি শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে।
রুহুল আমিন নামে এক অভিভাবক বলেন, স্কুলমাঠে পশুরহাট বসানোর কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এতে শিশুরা নানা রোগে আক্রান্ত হতে পারে। মাঠ থেকে পশুরহাট সরিয়ে নেওয়ার দাবি করেন তিনি। তবে হাট বসানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন।
স্থানীয়রা জানান, পশুরহাটের জন্য নির্ধারিত সরকারি জায়গাটি কয়েক বছর ধরে বেদখল হয়ে আছে। সেখানে অবৈধ দোকানপাট নির্মাণ করা হয়েছে। এ কারণে পশুরহাট এখন স্কুলমাঠে চলে এসেছে। নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির নেতা রাসেল মাহমুদ বলেন, স্কুলমাঠে পশুরহাট বসানোয় পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রাজের দাবি, প্রতি শুক্রবার হাট শেষে পর দিন শনিবার স্কুলমাঠ পরিষ্কার করে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের কোনো ভোগান্তি হয় না। তাছাড়া হাট বসানোর বিষয়ে কারও কোনো অভিযোগও নেই। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বলেন, বেদখল হওয়া হাটের জায়গা উদ্ধার করে সেখানে পশুরহাট বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন