সড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য বিষয়ে ৭৫ হাজার শিক্ষক ও শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার প্রথম ধাপে সিটি করপোরেশনের পরিচালানাধীন ২০টি বিদ্যালয়ের একজন করে শিক্ষক ও দুইজন করে শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নগরীর হোটেল সৈকতে করপোরেশনের আয়োজনে এই কর্মশালায় সহায়তা করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। ধাপে ধাপে দুইমাস ধরে চলবে এই প্রশিক্ষণ।

কর্মশালা উদ্বোধন করে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার শিক্ষক ও শিক্ষার্থীকে সচেতন নাগরিক হিসেবে গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতন শিক্ষার্থীদের নেতৃত্বে সুন্দর চট্টগ্রাম গড়ে উঠবে এমন প্রত্যাশায় এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসময় তিনি এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান।

কর্মশালায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে চসিকের আওতাধীন সব শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষিত করা।’

অনুষ্ঠানে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, ‘কর্মশালায় শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সম্পর্কে নানা বিষয় জানতে পারবে, যা তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। একইসঙ্গে তারা তাদের সহপাঠীদের এসব বিষয় সম্পর্কে শেখাতেও পারবে। এর ফলে আমরা চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো।’

শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহারের বিষয়ে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর মাহিয়াত হাসনা। এসময় তিনি নিরাপদে সড়ক পারাপার ও পথচলার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদে সাইকেল চালনা এবং অন্যান্য যানবাহন ব্যবহারের কলাকৌশল তুলে ধরেন বিআইজিআরএসের সার্ভিলেন্স কো-অর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।

নিরাপদ খাদ্যগ্রহণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন উল ইসলাম, জনসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদ, ইপসার প্রজেক্ট কো-অর্ডিনেটর সানজিদা আকতার ও বিআইজিআরএসের কর্মকর্তারা।