কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ওই দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্ত সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি।

ভুক্তভোগী একজনের দাদা জানান, রোববার দুপুরে চার কিশোর ফুলবাড়ী শিশুপার্কে ঘুরতে গেলে জয়ন্ত কুমারের সঙ্গে তাদের দেখা হয়। এক পর্যায়ে তাদের উপজেলা পরিষদ গেটের সামনে অবস্থিত নিজ দোকান থেকে কফি খাওয়ানোর পর নিজের বাড়িতে নিয়ে যান জয়ন্ত। সেখানে ভুক্তভোগী দুই কিশোর বলাৎকারের শিকার হন। এ সময় অপর দুই কিশোর ভয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা এসব অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল জানান, কারও কোনো ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠনের নয়। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, জয়ন্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ঘটনা শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।