- সারাদেশ
- ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

রাসেল সিকদার
আজ সোমবার কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
দলীর সিদ্ধান্ত উপেক্ষা করে সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থিতা করায় রাসেল সিকদারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে বিএনপি। রাসেল এর আগে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে গত ২০ মে তাকে ২৪ ঘণ্টার মধ্যে ইউপি নির্বাচনে অংশ নেওয়ার কারণ দর্শানোর নোটিশ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
আগামী ২৫ মে ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তানভীর হাসান ডালিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি মো. এজাজ খান, রাসেল সিকদার, রাসেলের চাচা মোহাম্মাদ আলী সিকদার ও উপজেলার সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টুবুল।
এর আগে গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হয়। এরপর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এ জন্য তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে নির্বাচন কমিশন ওই পদটি শূন্য ঘোষণা করে।
মন্তব্য করুন