- সারাদেশ
- তাড়াশে এক শিশু পাশবিক নির্যাতনের শিকার
তাড়াশে এক শিশু পাশবিক নির্যাতনের শিকার

প্রতীকী ছবি।
সিরাজগঞ্জের তাড়াশে চার বছর বয়সী এক শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। সোমবার দুপুরে তাড়াশ পৌর এলাকার রঘুনিলী মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেছেন।
এ ঘটনা জানাজানি হলে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে নায়েব আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে। নায়েব আলী রঘুনিলী মহল্লার ফজলুর রহমানের ছেলে এবং নির্যাতনের শিকার শিশুটির প্রতিবেশী নানা।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনা জানার পর পুলিশ অসুস্থ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত নায়েব আলীকে আটক করা হয়েছে।
পুলিশ ও শিশুর স্বজনরা জানান, দুপুরে ওই শিশু বাবা-মা কাজে ব্যস্ত থাকায় প্রতিবেশী নানা নায়েব আলীর ঘরে যায়। নায়েব আলী এ সময় শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে নায়েব আলী দিনভর চেষ্টা করে। কিন্তু সন্ধ্যার দিকে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে থাকায় তার বাবা-মাও সেখানে অবস্থান করছেন। তারা এলে আইনগত প্রক্রিয়া শুরু হবে।
মন্তব্য করুন