
সভা শেষে ফটোসেশনে রাজবাড়ীর সুহৃদরা
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বিকেলে সমকাল জেলা প্রতিনিধির কার্যালয়ে সুহৃদদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কর্মপরিকল্পনা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সুহৃদ উপদেষ্টা মোহাম্মদ সাইফুল্লাহ, কবি খোকন মাহমুদ, সহসভাপতি নুরতাজ তাজিয়া, সাহেদ মুশতার, সাধারণ সম্পাদক রবিউল রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক রায়হান, সহসাংগঠনিক সম্পাদক রাফিদুল ইসলাম খানসহ সুহৃদ আব্দুর রব সুমন, হৈমন্তী বিজয়, অন্তরা ইসলাম, নিলুফা আক্তার ইভা, রুমা আক্তার, মোনালিসা, তামান্না খাতুন, আবিদা তৃষা, কাজী তামান্না, মাইশা আঞ্জুম প্রমুখ।
সভা পরিচালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। সভায় গত মাসের সাংগঠনিক কর্মশালার পর্যালোচনা করা হয়।
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
মন্তব্য করুন