চুয়াডাঙ্গার জীবননগর থেকে নাশকতার মামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দু’জন হলেন জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকিদুল ইসলাম ও সীমান্ত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়া গ্রামের মো. রুবেল। 

পুলিশ জানায়, ২০২২ সালে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার আসামি আকিদুল ইসলাম ও রুবেল। তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ও রায়পুর ইউনিয়নের হুদা পাড়া থেকে তাদের আটক করা হয়েছে। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার এড়াতে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।