খুলনা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ভোটের আগে ও পরের পাঁচদিন সব বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১০-১৪ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

মঙ্গলবার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী কাজে আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সব বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাগুলোতে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। 

আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে।