চট্টগ্রামে দু’টি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকও রয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার সাতজনের মধ্যে রাকেশ শীল বাংলাদেশে হোসেন নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন। তিনি মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। গ্রেপ্তার অন্য ছয়জন হলেন- আলী হোসেন (২৭), আমান উল্লাহ (২৬), মো. ইদ্রিস (৩৮), আব্দুর জব্বার (৩৮), নুরুল কাদের ভুট্টো (২৫) ও মনির উদ্দিন (৩৫)।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গাঁজার চালানটি মূলত রাকেশ শীলের। তার বাড়ি ভারতের ত্রিপুরায়। দশ বছর বয়সে ১৯৯৭ সালে তিনি বাংলাদেশে আসেন। প্রথমে নোয়াখালী এবং পরে চট্টগ্রাম নগরের বন্দরটিলায় সেলুনে কাজ করতেন। ২০১৩ সালের দিকে রাকেশ বন্দরটিলা এলাকায় গাড়ির সহকারীর কাজ নেন। এরপর লোহাগাড়ার চুনতি এলাকার এক মেয়েকে বিয়ে করেন। সেই ঠিকানা ব্যবহার করে মো. হোসেন নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন।

র‌্যাব কর্মকর্তা মেজর মেহেদী হাসান বলেন, ‘রাকেশ মূলত মাদক বিক্রেতাদের কাছে হোসেন নামে পরিচিত। তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা-ফেনসিডিল এনে চট্টগ্রাম-কক্সবাজারে সরবরাহ করতেন। কক্সবাজার থেকে ইয়াবা আনতেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও ফেনীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।