চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে অবৈধ দুই শতাধিক দোকান গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। 

তবে পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ অভিযোগ করে বলেন, বিনা নোটিশে সিডিএ অভিযান চালিয়েছে। এতে অন্তত পাঁচ শতাধিক দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বলেন, সিডিএর জায়গায় দীর্ঘদিন ধরে স্থানীয়রা দখল করে রেখেছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা উদ্ধার করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।