- সারাদেশ
- চালককে গলাকেটে হত্যা করে ভ্যান ছিনতাই
চালককে গলাকেটে হত্যা করে ভ্যান ছিনতাই

প্রতীকী ছবি
পার্বতীপুরে চালককে গলাকেটে হত্যার পর চার্জার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মোমিনপুর ইউনিয়নের মন্মথপুর স্টেশন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক হোসেন আলী একই ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ঝুলু প্রামাণিকের ছেলে। হত্যার ঘটনায় তার ছেলে আ. রাজ্জাক থানায় মামলা করেছেন।
ভ্যানচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল শেখ জিন্না আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে চার্জার ভ্যান নিয়ে বের হন ভ্যানচালক হোসেন আলী। স্থানীয় যশাই বাজারে মালপত্র নামিয়ে দিয়ে ফিরছিলেন। পথে ভবের বাজারে অপরিচিত দুই যুববক যাত্রী হিসেবে তার ভ্যানে ওঠে। রাত ৯টার দিকে মন্মথপুর স্টেশন সড়কের পাশে হোসেন আলীর গলাকাটা লাশ পাওয়া যায়। থানায় খবর দিলে পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়া স্থানটি নির্জন। রাতে সাধারণ মানুষের চলাচল কম থাকে। বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন