- সারাদেশ
- স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনও চলছে: কৃষিমন্ত্রী
স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনও চলছে: কৃষিমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সমকাল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনও চলছে। আগামী নির্বাচনে তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লড়াই হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে আওয়ামী লীগকে আবারও জয়ী করতে হবে।
মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে এ সমাবেশে অংশ নেন কৃষিমন্ত্রী।
আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতা পরবর্তী ৫২ বছরে বহুবার আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে স্বাধীনতাবিরোধীরা। ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত সরানো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়। কিন্তু ভাগ্যের জোরে তিনি বেঁচে আছেন। আজ তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সরকার কৃষিক্ষেত্রে ব্যাপক প্রণোদনা দিয়ে কৃষকদের উৎসাহিত করছে। আর এতে দেশে কৃষিক্ষেত্রে অর্জিত হয়েছে ব্যাপক সাফল্য।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ কৃষক লীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন