- সারাদেশ
- পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়ার পর রাজধানীতে ছাত্রলীগের শোডাউন
পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়ার পর রাজধানীতে ছাত্রলীগের শোডাউন

ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাজপথে নামেন- সমকাল
১০ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রায় রাজধানীর ধানমন্ডি ও সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে সায়েন্সল্যাব ট্রাফিক পুলিশ বুথে বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় পুলিশের সদস্য ১২ আহতের খবর পাওয়া যায়। এই খবর পাওয়া মাত্রই ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে রাজপথে নামেন। এরপর নিউ মার্কেট, ঢাকা কলেজ থেকে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত তারা মিছিল করে শোডাউন দেয়।
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফুয়াদ হাসান বলেন, ‘বিএনপি পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে। আজকে তার উদাহরণ দিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্বালাও-পোড়াও নামের পদযাত্রা করেছে। হঠাৎ করে তারা পুলিশের ওপর হামলা করেছে, ট্রাফিক পুলিশ বুথ ভেঙেছে। ছাত্রদল যুবদল সহ বিএনপির যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই- ঢাকা কলেজের ছাত্রলীগের শরীরে এক বিন্দু রক্ত থাকতে দেশরত্ন শেখ হাসিনার শান্তিপ্রিয় বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীর যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করে, আমরা ঢাকা কলেজ ছাত্রলীগ ও সম্মিলিত ছাত্রলীগ তার দাঁতভাঙা জবাব দেবো এবং শক্ত হাতে প্রতিহত করবো।’
মন্তব্য করুন