গাইবান্ধায় ছাত্রদল ও যুবদলের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম আজম বাদী হয়ে এ মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, সোমবার রাতে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজুজ্জামান (৩০), সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল (৩০), জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. হুনান হক্কানির ছেলে যুবনেতা মো. কেনান হক্কানি (২৮)।

মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলা করা হয়েছে।

বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় সমকালকে নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।