ফরিদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর গঙ্গাবর্দী ব্র্যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মৃধার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদ, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাড. বদিউজ্জামাল বাবুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া।

পৌর আওয়ামী লীগের সদস্য নরুল আমিন বাপ্পির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, কানাইপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারক ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেনসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ বলেন, বিগত দিনে আমিসহ এই মঞ্চে আজ যারা উপস্থিত তারাই ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের সঙ্গী। যারা সমালোচনা করেন, কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ ও আমাকে অসম্মান করে কথা বলেন তাদের প্রশ্ন করি- আওয়ামী লীগের দুর্দিনে আপনারা কোথায় ছিলেন?

আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে এ. কে. আজাদ বলেন, শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি বিপুল ঘোষ বলেন, আগামী ২৮ মে শহরে পৌর আওয়ামী লীগের বড় জনসমাবেশ হবে। ওই জনসভার আগে আপনারা সংশোধন হন, না হলে আওয়ামী লীগের মুখোশধারী নেতাদের মুখোশ উন্মোচন করতে বাধ্য হব।